স্বাধিনতাপূর্ব ‘পূর্ব পাকিস্থান মৎস্য উন্নয়ন সংস্থা’ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধিনতা অর্জনের পর ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন’ নামে নামান্তরিত হয়। জলবিদ্যূৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ১৯৬১ সালে কাপ্তাই উপজেলায় কর্ণফুলি নদীর উপর বাঁধ নির্মাণের মাধ্যমে কাপ্তাই হ্রদের সৃষ্টি করা হয়। কৃত্রিমভাবে সৃষ্ট এ হ্রদের বিশাল জলাধারে মৎস্য উৎপাদনের অমিত সম্ভবনাকে কাজে লাগানোর জন্য ১৯৬৪ সালে তৎকালীন পূর্ব পাকিস্থান মৎস্য উন্নয়ন কর্পোরেশনকে দায়িত্ব প্রদান করা হয। উক্ত কর্পোরেশনের অধীনস্থ কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি ১৯৬৪ সাল থেকে অদ্যবধি পর্যন্ত কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ সংরক্ষণ, ব্যবস্থাপনা, আহরণ ও বাজারজাতকরণ করে আসছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস