Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন  বিপণন কেন্দ্র

রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২. প্রতিশ্রুত সেবাসমূহ

২.১) নাগরিক সেবা

ক্রমিক

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং 

পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

তত্ত্বাবধানকারী কর্মকর্তা

(নাম, পদবি, ফোন ও ইমেইল)

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

(৭)

(৮)

১.১

কাপ্তাই লেকে মৎস্য আহরণে ব্যবহৃত মৎস্যজীবীদের জাল এর লাইসেন্স প্রদান।

সংশ্লিষ্ট কেন্দ্র হতে সরাসরি

মৎস্যজীবীর প্রয়োজনীয় কাগজপত্র:

ক. নির্ধারিত আবেদন ফরম।

খ. দুই কপি সত্যায়িত ছবি।

গ. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

ঘ. নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি।

 

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র, কাপ্তাই লংগদু, বাঘাইছড়ি এবং মহালছড়ি উপকেন্দ্র।

জালের প্রকার অনুযায়ী (বাৎসরিক):

ধর্ম জাল - ৪৫০/-

কেচকি জাল - ৪৫০/-

টেংরা জাল - ৫০০/-

ভাসা জাল - ১৭০/-

বেড় জাল - ৫০০/-

বড়শি - ৪৫০/-

কাপ্তাই লেকে মৎস্য আহরণ উন্মুক্তকালীন দৈনিক।

লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, (ট্যাজ),  বিএন, ব্যবস্থাপক।

০৩৫১৬২২৩৬ (অফিস)

০১৮৮৮৩০১৬৭৬

touhid1217@yahoo.com

কাজী মঞ্জুরুল আলম

মার্কেটিং অফিসার

০১৭৫৩৩৩৩৯৪৯

monjur.bfdc@gmail.com

১.২

কাপ্তাই লেকে মৎস্য ব্যবসায়ীদের লাইসেন্স প্রদান।

সংশ্লিষ্ট কেন্দ্র হতে সরাসরি

মৎস্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় কাগজপত্রঃ

ক. নির্ধারিত আবেদন ফরম।

খ. দুই কপি সত্যায়িত ছবি।

গ. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি।

ঘ. নাগরিক সনদপত্রের সত্যায়িত কপি।

ঙ. হালনাগাদ ট্রেড লাইসেন্স।

 

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র, কাপ্তাই লংগদু, বাঘাইছড়ি এবং মহালছড়ি উপকেন্দ্র।

আবেদন ফরমের মূল্য ১০/-

মৎস্য ব্যবসায়ী পরিধি অনুযায়ী (বাৎসরিক): খুচরা মৎস্য ব্যবসায়ী লাইসেন্স ৮০০ + ১৫% ভ্যাট, পাইকারী মৎস্য ব্যবসায়ী লাইসেন্স ১৭০০ + ১৫% ভ্যাট এবং শুকনা মাছ ব্যবসায়ী লাইসেন্স ২০০০ + ১৫% ভ্যাট।

নির্ধারিত সময়ের মধ্যে।

১.৩

কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পার্বত্য জেলা সমূহের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রজনন মৌসুমে মাছের অবাধ ও সুষ্ঠু প্রজননের জন্য প্রতি বছর প্রায় তিন মাস লেকে মাছ আহরণ, পরিবহণ ও বাজারজাত নিষিদ্ধকরণ এবং তা নিশ্চিতের লক্ষ্যে নিরাপত্তা জোরদারকরণ।

সংশ্লিষ্ট কেন্দ্র হতে সরাসরি

জেলা প্রশাসক

রাঙ্গামাটি এর আদেশ।

 

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্রের অধীন কাপ্তাই লংগদু, বাঘাইছড়ি এবং মহালছড়ি উপকেন্দ্রসহ সকল চেকপোষ্ট/অফিস।

বিনামূল্যে।

কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন দৈনিক।

১.৪

প্রজনন মৌসুমে কাপ্তাই লেকে মাছ আহরণ বন্ধকালীন প্রায় ২২,০০০ মৎস্যজীবীকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ভিজিএফ চাল বিতরণ।

সংশ্লিষ্ট ইউনিট হতে সরাসরি

জাতীয় মৎস্যজীবী নিবন্ধন তালিকানুযায়ী।

বিনামূল্যে।

 

লে. কমান্ডার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, (ট্যাজ), বিএন, ব্যবস্থাপক।

০৩৫১৬২২৩৬ (অফিস)

০১৮৮৮৩০১৬৭৬

touhid1217@yahoo.com

কাজী মঞ্জুরুল আলম

মার্কেটিং অফিসার

০১৭৫৩৩৩৩৯৪৯

monjur.bfdc@gmail.com


১.৫

কাপ্তাই লেকে দেশীয় প্রজাতীর মৎস্য উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত/আহরণকৃত মাছের স্বাথ্য সম্মত অবতরণ সুবিধাদি প্রদান।

সংশ্লিষ্ট ইউনিট হতে সরাসরি

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র, কাপ্তাই এবং মহালছড়ি উপকেন্দ্র।

নির্ধারিত সেবামূল্য।

 

১.৬

কাপ্তাই লেকে মৎস্য ব্যবসায়ী ও মৎস্যজীবীদের মাছ সংরক্ষণের জন্য সুলভ মূল্যে বরফ সরবরাহ।

সংশ্লিষ্ট ইউনিট হতে সরাসরি

চাহিদাপত্র অনুযায়ী

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র এবং কাপ্তাই উপকেন্দ্র।

নির্ধারিত সেবামূল্য।

 

১.7

কাপ্তাই লেকে উৎপাদিত/আহরিত মাছ বাজারজাতকরণের উদ্ধেশ্যে পরিবহণ সুবিধা প্রদানের নিমিত্ত সংশ্লিষ্ট গাড়ি পার্কিং সুবিধা প্রদান।

সংশ্লিষ্ট ইউনিট হতে সরাসরি

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র এবং কাপ্তাই, মহালছড়ি উপকেন্দ্র।

বিনামূল্যে।

 

১.8

কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ স্থানীয় জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরণ ও মৎস্যজীবীদের আয় বৃদ্ধির নিমিত্ত নিজস্ব নার্সারীতে যৌথ উদ্যোগে কার্প জাতীয় মাছের পোনা প্রতিপালন এবং লেকে অবমুক্তকরণ।

সংশ্লিষ্ট ইউনিট হতে সরাসরি

বিএফডিসি রাঙ্গামাটি কেন্দ্র।

বিনামূল্যে।