Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙ্গামাটি কেন্দ্রের ৫০ বছরের কর্ম পরিকল্পনা


ক্রমিক নং

কর্ম পরিকল্পনা

কর্ম পরিকল্পনার বিবরণ

কর্ম পরিকল্পনার উদ্দেশ্য

স্বল্প মেয়াদী

(২০১৭-১৮ থেকে ২০৩৩-৩৪)

মধ্য মেয়াদী

(২০৩৪-৩৫ থেকে ২০৫০-৫১)

দীর্ঘ মেয়াদী

(২০৫১-৫২ থেকে ২০৬৬-৬৭)

কাপ্তাই লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণের নিমিত্তে দক্ষ জনশক্তি তৈরী এবং ভৌত অবকাঠামো নির্মাণ।

১। ক) নার্সারীতে পোনা উৎপাদন ১০০ মে: টনে উন্নিতকরণ।



২০০ মে: টন

৩০০ মে: টন

লেকে মৎস্য উৎপাদন বৃদ্ধি হলে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলার হ্রদ এলাকায় বসবাসকারী উপজাতীয় জনগোষ্ঠীসহ সকলের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে।


খ) মারিশ্যারচর হ্যাচারীর স্বক্ষমতা বৃদ্ধি: রেণু উৎপাদন বৃদ্ধির জন্য মারিশ্যারচর হ্যাচারীতে ০৬ (ছয়) টি নতুন বোতল নির্মাণ। এতে রেণু উৎপাদন ১২০ কেজিতে উন্নিত হবে।

-

-

গ) ডেবা নার্সারীর পরিধি বৃদ্ধি: ২০ টি ডেবা নার্সারী বাস্তবায়ন।

৩০ টি ডেবা নার্সারী বাস্তবায়ন।

৪০ টি ডেবা নার্সারী বাস্তবায়ন।

ঘ) অভয়াশ্রম সংরক্ষণের জন্য অভয়াশ্রম সৃজন ও প্রতিটি অভয়াশ্রমে মৎস্য শিকার নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড স্থাপন: কাপ্তাই উপকেন্দ্রের সম্মুখ্যে একটি নতুন অভয়াশ্রম সৃজন এবং নানিয়ারচর ছয়কুড়ি বিল অভয়াশ্রমটি বীর শ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ চত্বর স্থানান্তর।

-

-

ঙ) হালদা নদির পোনা এনে ব্রুড (মা) মাছ তৈরীকরণ। পাশাপাশি কাপ্তাই হ্রদের প্রাকৃতিক উৎস্য থেকে ব্রুড (মা) মাছ সংগ্রহ করে হ্যাচারীতে রেণু উৎপাদন।

-

-



চ) মারিশ্যারচর নার্সারী ও ব্রুড পুকুরের পাড় সংস্কার, তলদেশ সমতলকরণ ও বাঁধের উচ্চতা বৃদ্ধিকরণ।

-

-


ছ) মারিশ্যারচর ব্রুড পুকুরে নিরাপত্তা বেষ্টনি হিসেবে কাটা তারের বেড়া প্রদান।

-

-

জ) প্যকিং শেড নির্মাণ: রাঙ্গামাটি ও কাপ্তাই উপকেন্দ্রে আধুনিক প্যকিং শেড নির্মাণ।

-

-

ঝ) কাপ্তাই উপকেন্দ্রে রাস্তা নির্মাণ: কাপ্তাই উপকেন্দ্রে জেটি ঘাট হতে পন্টুন পর্যন্ত একটি রাস্তা নির্মাণ।

-

-

ঞ) কাপ্তাই উপকেন্দ্রে ২টি ভাসমান পন্টুন নির্মাণ।



ট) চেকপোষ্ট স্থাপন: অবৈধ মাছ পাচার রোধে ২টি চেকপোষ্ট স্থাপন।

৩টি

৪টি

ঠ) রাঙ্গামাটি কেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অফিস ভবন, মার্কেট ভবন, রেস্ট হাউজ, আড়ত ঘর ও ট্রেনিং সেন্টার নির্মাণ।

-

-

ড) রাঙ্গামাটি কর্মচারী ব্যরাকটি বহুতল ভবনে উন্নিত করণের মাধ্যমে বাণিজ্যিক মার্কেট ও কর্মচারী ব্যরাক নির্মাণ।

-

-



ঢ়) রাঙ্গামাটি কেন্দ্রে  আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১টি কোল্ড ষ্টোরেজ নির্মাণ।

-

-